॥এম.মনিরুজ্জামান॥ কোরআন গবেষণার ভিত্তিতে বিশ্ব মানবের কল্যাণে সুন্দর সমাজ ব্যবস্থা বিনির্মাণের প্রত্যয়ে গবেষক ও জনসেবক এম.এ মান্নানের ১৩০তম জন্ম বার্ষিকী উপলক্ষে গতকাল ৩রা ডিসেম্বর বিকেলে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাক্ষ্মণদিয়া গ্রামের ‘সত্যের দরবার’-এ বিশ্ব শান্তিকামী ছাত্র সমাজের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য সদরুল আমিন হাবীব, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আহম্মেদ খান, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, ডাঃ মোঃ তহুরুজ্জামান, ডাঃ মোঃ রফিকুজ্জামান, বাবুল হাসান খান, সত্যের দরবার পরিচালনা কমিটির সভাপতি কাজী আব্দুল হাই প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার দরবারের ওয়াকফকৃত ৮শতাংশ জায়গার উপর নির্মাণাধীন স্থাপনার উন্নয়নকল্পে ১লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, সত্যের দরবারের প্রতিষ্ঠাতা এম.এ মান্নান ১৯৬২ সালে তৎকালীন সরকারের অবগতিতে মাতৃভাষায় পবিত্র কোরআনসহ অন্যান্য ধর্মগ্রন্থের গবেষণা শুরু করেন। বিশ্ব মানব কল্যাণের ডাকে সাড়া দিয়ে তৎসময় তার জীবিত থাকাকালীন সময়ে অসংখ্য নারী-পুরুষ ভক্ত তার আলোচনা সভায় অংশ নিতেন। তিনি তার ওই ভক্তদের ছাত্র হিসেবে গণ্য করতেন। ১৯৯৮ সালের ১৪ই এপ্রিল ১১১ বছর বয়সে তিনি চির নিদ্রায় শায়িত হন। এরপর থেকে তার জন্ম ও মৃত্যু বাষির্কীতে এই সত্যের দরবারে প্রতি বছর কোরআন গবেষণার আলোচনা হয়ে আসছে।