॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ২রা জানুয়ারী রাজবাড়ী জেলার পাংশা থানাধীন শিহড় গ্রামে অভিযান পরিচালনা করে ২১৯ বোতল ফেন্সিডিল, ২টি প্রাইভেটকার এবং মাদক দ্রব্য বেচাকেনার কাজে ব্যবহৃত ১২টি সীমকার্ড ও ৭টি মোবাইলসহ মাদক ব্যবসায়ী আসামী মোঃ জাহিদ হাসান(৩৩), পিতা-আবেদ আলী, সাং-দর্শনা কলেজ পাড়া, মোঃ ওমর ফারুক(২৭), পিতা-মৃত ছানোয়ার হোসেন, সাং-ঝাঝাডাঙ্গা, মোছাঃ মুসলিমা আক্তার(২৩), স্বামী-মোঃ জাহিদ হাসান, সাং-দর্শনা কলেজ পাড়া, সর্ব থানা-দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা, মোঃ বাপ্পী আলী(২৯), পিতা-রেজাউল করিম, সাং-দক্ষিণপাড়া বোয়ালদহ, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া, এবং সৈয়দ আরাফাত আলী(৩৫), পিতা-সৈয়দ লিয়াকত আলী, সাং-সাতানী, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাদেরকে আটক করে।
এ খবর লেখা পর্যন্ত উদ্ধারকৃত ফেন্সিডিল এবং অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।