শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

মাদক ও দুর্নীতিকে পরিহারে কেকেএস মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ীতে মাদক ও দুর্নীতিকে পরিহারের প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৭শে নভেম্বর কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস(এনজিও) সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় মাদক ও দুর্নীতি বিরোধী “কেকেএস মিনি ম্যারাথন প্রতিযোগিতা-২০১৭” অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৭টায় শহীদ খুশি রেলওয়ে ময়দানে মিনি ম্যারাথন প্রতিযোগিতাটি অগ্রজ, তারুণ্য-ক ও তারুণ্য-খ এই ৩টি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ৩টি গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে ফুলের শুভেচ্ছা, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান ও কেকেএস এর নির্বাহী পরিচালক ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে মিনি ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম।
কেকেএস-এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, বিশিষ্ট সমাজসেবক অশোক কুমার বাগচী, বিশিষ্ট ক্রীড়াবিদ সৈয়দ মনজুর এলাহী রোকন, আহম্মেদ আলী বাটু ও বিশিষ্ট ক্রীড়াবিদ এরশাদুন নবী সেলিম।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েরাও ক্রীড়ার ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে। কেকেএস যে উদ্যোগ নিয়েছে তা খুবই প্রশংসনীয়। আগামী দিনেও সকল ক্ষেত্রে কেকেএস এগিয়ে যাবে। কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে শিশু-কিশোর ও তরুনদের মননশীল ও সুকুমার বৃত্তির উন্নয়ন, সুসংস্কৃতি, প্রগতিশীলতা, ইতিবাচক ও উন্নত মূল্যবোধ, অধ্যবসায়, নিষ্ঠা ও নিয়মানুবর্তিতা শিক্ষা, সামাজিক চুক্তিসমূহের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ।
এই কর্মসূচী রাজবাড়ী জেলার ৫টি উপজেলার তৃনমূল পর্যায় বিভিন্ন স্কুল কলেজ, ক্লাব, সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় সাংস্কৃতিক, ক্রীড়া, সম্মাননা এবং মেলা এসব বিষয়ের উপর বছর ব্যাপী নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাবে। এই মাদক দুর্নীতি বিরোধী কেকেএস মিনি ম্যারাথন অনুষ্ঠানে সকলকে শপথ নিতে হবে কোন দুর্নীতি করবো না। কর্মসূচীটি বাস্তবায়নের জন্যে এ জেলার সর্বস্তরের সুধীজন, সরকারী-বেসরকারী সংগঠনের সহযোগিতা দরকার। কর্মসূচী সংগঠকের দায়িত্ব পালন করেন ফয়েজুল হক কল্লোল।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!