॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২জন দিনব্যাপী মৎস্য প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
গতকাল ২৮শে নভেম্বর বিকেলে উপজেলা মৎস্য দপ্তরের প্রশিক্ষণ হল রুমে সমাপনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল হক। এ সময় মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৭-২০১৮ অর্থ বছরে উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারী স্থাপন এবং পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় গত ২৭শে নভেম্বর ২৫জন মৎস্য চাষী ও জেলের অংশগ্রহণে ২জন দিনব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়।