॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় শুদ্ধাচার, লেখালেখি ও বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫শে নভেম্বর সকাল ১০টায় পাংশার যশাই ইউনিয়নের বাসআড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজবাড়ী ডিবেট এসোসিয়েনের সভাপতি মেজবাউল করিম রিন্টু ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসআড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেহাল উদ্দিন। কর্মশালায় সভাপতিত্ব করেন কেকেএস পাংশা শাখার ব্যবস্থাপক পার্থ কুমার বাগচী।
এই কর্মশালায় স্কুল ও কলেজের ৫০জন শিক্ষার্থী অংশগ্রহন করে। আয়োজনে সার্বিক দায়িত্বে ছিলেন কর্মসূচী সংগঠক ফয়েজুল হক কল্লোল।
সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর প্রধান উপদেষ্টা কেকেএস-এর নির্বাহী পরিচালক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। কর্মসূচীর পরিকল্পনা ও সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন কেকেএস-এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন।