॥মোক্তার হোসেন॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের পাংশা উপজেলা শাখার মোঃ ফজলুল হক ফরহাদকে আহবায়ক এবং মোঃ জালাল উদ্দিন বিশ্বাস ও মোঃ সহিদুল ইসলাম সেলিমকে যুগ্ম-আহবায়ক করে ২১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ গত ১৬ই নভেম্বর এ কমিটির অনুমোদন প্রদান করেন।
অনুমোদিত কমিটির অন্যান্যরা হলেন ঃ সদস্য পদে শেখ আরাফাত হোসেন রঙ্গিন, শেখ রাজিবুল হাসান রবি, আব্দুর রাজ্জাক রাজা, মোঃ ফরহাদ খান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ দাউদ শেখ, মোঃ ফারুক হোসেন, মোঃ সাজেদুর রহমান ডাবলু, মোঃ আসাদুজ্জামান মিন্টু, মোঃ মহসিন শেখ, আব্দুল গাফফার কুটি, মোঃ হাফিজুর রহমান শামীম, মোঃ জালাল উদ্দিন, মোঃ মনিরুল ইসলাম বাবুল, মোঃ আবু হেনা, মোঃ আশরাফুজ্জামান রতন, মোঃ মিলন মন্ডল ও মোঃ আব্দুল মালেক।
নবগঠিত যুবলীগের আহবায়ক কমিটিকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।