বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ‘উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৮ই ডিসেম্বর সকালে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের আম্রকানন চত্ত্বর থেকে বের হয় র‌্যালী। জেলা প্রশাসক জিনাত আরা’র নেতৃত্বে র‌্যালীটি রাজবাড়ী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ড. সৈয়দা নওশীন পর্ণিনীর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিনাত আরা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবায়েত মোহাম্মদ ফেরদৌস, রাজবাড়ী সদর থানার ওসি মোঃ আবুল বাশার মিয়া, ইসলামী ব্যাংকের রাজবাড়ী শাখার ভাইস প্রেসিডেন্ট মুন্সি রেজাউল করিম, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ কাজী বরকত হোসেন প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ নেফাজ উদ্দিন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, প্রবাসী অভিবাসী পরিবারের সদস্যগণসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিনাত আরা বলেন, আজকে আমাদের অর্থনীতি বিদেশে অবস্থানরত অভিবাসীদের পাঠানো বৈদেশিক রেমিটেন্সের কারণে শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তাদের পাঠানো রেমিটেন্সের একটি বড় অংশ আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে বৃদ্ধি করেছে। যা দেশের সার্বিক উন্নয়সহ দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করতে অনেক সহায়তা প্রদান করছে।
আলোচনা শেষে বিদেশ থেকে রাজবাড়ী জেলায় সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী ৩জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!