॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গত ১১ই অক্টোবর আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির পৃথক দু’টি সভা অনুষ্ঠিত হয়।
আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। এছাড়া উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ সভাপতিত্ব করেন।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, শরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার ও যশাই ইউপির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়া উপজেলা সমন্বয় কমিটির সভায় সকল বিভাগের কর্মকর্তাগণ দাপ্তরিক কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন। উপজেলা পরিষদের নতুন নির্মিত ভবন খুব শিঘ্রই উদ্বোধন করা হবে বলে জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।