॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া বাজারে মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়োর মালিকানাধীন খোন্দকার মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১২ই মে দুপুরে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম আনন্দঘন পরিবেশে বেলুন উড়িয়ে ও ফিতাকেটে দ্বিতলভবন খোন্দকার মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হাসান ওদুদ, মাছপাড়া ইউপির চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, বিশিষ্ট শিল্পপতি সামসুল আলম মৃধা, মুক্তিযোদ্ধা খোন্দকার জাহাঙ্গীর হোসেন, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সফুরা বেগম, মাছপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী প্রামানিক, মোঃ নুরুল ইসলাম খান, খোন্দকার সেলিম হোসেন রোনো ও পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোন্দকার তাসবীর হাসান সিসিলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।