শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কাল্ব ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭

গত ৩০শে ডিসেম্বর ক্রেডিট ইউনিয়নের জাতীয় প্রতিষ্ঠান দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব)-এর বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সমবায় অধিদপ্তরের নিযুক্ত নির্বাচন কমিটি যুগ্ম-নিবন্ধক নাইমুর রহমানের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন। নির্বাচনে কাল্বভূক্ত বিভিন্ন জেলা উপজেলার ৫৩৫টি ক্রেডিট ইউনিয়নের প্রতিনিধি উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেন।
ব্যবস্থাপনা কমিটির ১২টি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্য থেকে তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান-জোনাস ঢাকী, প্রতিনিধি ঢাকার বর্ণালী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ভাইস-চেয়ারম্যান-মোহাম্মদ আলী জিন্নাহ, প্রতিনিধি রংপুর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, সেক্রেটারী এমদাদ হোসেন মালেক, প্রতিনিধি ঢাকার সম্প্রীতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ট্রেজারার এম.জয়নাল আবেদীন, প্রতিনিধি বান্দরবানের মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ। এছাড়া অঞ্চল ভিত্তিক ডিরেক্টর পদে মোঃ মেছবাহুল ইসলাম দিনাজপুর, মোঃ কুতুব উদ্দিন মেহেরপুর, সারমিন জাহান মন্জু-বরিশাল, মোঃ আব্দুর রাজ্জাক পটুয়াখালী, অমূল্য চন্দ্র দাস গাজীপুর, আলফ্রেড রায়-ঢাকা, আন্তনী মাংসাং-টাঙ্গাইল ও নূর মোহাম্মদ-কক্সবাজার থেকে নির্বাচিত হয়েছেন।
কাল্ব-এর আওতাভূক্ত সমবায় অধিদপ্তরে নিবন্ধিত ৬৮৩টি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন রয়েছে। এগুলোর মধ্যে নির্বাচনে ভোটার ছিল ৫৫১টি ক্রেডিট ইউনিয়ন। ক্রেডিট ইউনিয়নগুলো দেশের ৫২টি জেলার ২৮৩টি উপজেলায় সংগঠিত। এইসব ক্রেডিট ইউনিয়নে ৩০ জুন ২০১৬ পর্যন্ত পাঁচ লাখ ২৩ হাজার সদস্য ও মূলধনের পরিমাণ প্রায় ২,৩০০ কোটি টাকা -প্রেস বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!