আগামী ৪ঠা ডিসেম্বর-২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের আয়োজনে আরডিএ বিতর্ক কর্মশালা-২০২০।
রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের বিতর্কের প্রতি আগ্রহী এবং দক্ষ করে গড়ে তোলার লক্ষ্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রাজবাড়ী জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির যে কোন শিক্ষার্থী ৫০/- রেজিস্ট্রেশন ফি প্রদানের মাধ্যমে কর্মশালায় অংশ গ্রহণের সুযোগ পাবেন। দিনব্যাপী অনুষ্ঠিতব্য কর্মশালায় দুপুরের খাবারও সরবরাহ করবে রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ ঃ তারিক ইবনে হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক, মোবা-০১৭৩৭৭৪৫১৭৭, নিলয় সাহা নীল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোবা-০১৭৭০৩৫৭৮৫৯।