॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী রকি(১৮) ও তুহিন মন্ডল (১৯) নামের দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গত ১লা মে বিকাল সাড়ে ৪টার দিকে মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ঃ পাংশা পৌরসভার বিষ্ণুপুর এলাকার নজরুল ইসলামের ছেলে রকি ও একই এলাকার হেলাল মন্ডলের ছেলে তুহিন। তারা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই।
কালুখালী থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, নিহত দুই যুবক বালিয়াকান্দির সোনাপুর বাজার থেকে দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে স্থানীয় আঞ্চলিক সড়ক দিয়ে পাংশায় নিজ বাড়ীর দিকে যাচ্ছিল। মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আশা একটি ট্রাকের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় কালুখালী থানায় মামলা হয়েছে।