॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম রেজা গতকাল ২৫শে এপ্রিল সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে বালিয়াকান্দি শহরের গার্লস স্কুল রোডের সাধন ডেন্টাল কেয়ারের মালিক ভুয়া দাঁতের ডাক্তার মনিন্দ্র নাথ মজুমদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
দন্ডিত মনিন্দ্র নাথ মজুমদার প্রায় ২০ বছর যাবৎ বিনাসনদে ডাক্তার সেজে দাঁতের চিকিৎসা করে আসছিল।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, যাদের পেশাগত সনদ ও ডাক্তারী সার্টিফিকেট নাই তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।