॥আবুল হোসেন॥ আগামী ৬ই মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষ্যে প্রচারণার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ঢাকার মানিক মিয়া এভিনিউ বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে একটি বিশাল গাড়ির রোড-শো বের হয়।
গতকাল দুপুর দেড়টার দিকে রোড-শোর বহর রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরী ঘাটে পৌছলে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিন তাদের স্বাগত জানান।
“সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে ৪৬টি গাড়ির বহর নিয়ে ফরিদপুর থেকে জামালপুরের উদ্দেশ্যে রোড-শো বের হয়। মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ খুরশিদ আলম রোড-শোর নেতৃত্ব দিচ্ছেন।
সোনালী আঁশ হিসেবে খ্যাত পাটের চাষের মানুষের মাঝে আগ্রহ বাড়িয়ে তোলা ও পাটজাত পণ্যের ব্যবহারের উদ্ধুদ্ধ সৃষ্টি করতেই এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।
ফরিদপুরে স্থানীয়দের সাথে মতবিনিময় অনুষ্ঠানের পর সন্ধ্যার আগেই দৌলতদিয়া ঘাট হয়ে জামালপুরের উদ্দেশ্যে প্রচারণা চালাতে রওয়ানা করার কথা রয়েছে।