॥স্টাফ রিপোর্টার॥ কাঠ দিয়ে ইট পোড়ানোয় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের রনি ব্রিকস নামের ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল ১৪ই ফেব্রুয়ারী বিকেলে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম রেজা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানকালে ইট পোড়ানের দায়ে সংশ্লিষ্ট আইনে রনি ব্রিকসের ম্যানেজার বিকাশ দাসকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। বালিয়াকান্দি থানার পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, যারা ইটভাটার আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।