॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ঘি কমলা উচ্চ বিদ্যালয়ে গতকাল রবিবার সকালে স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও নারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা নির্বাহী অফিসের উচ্চমান সহকারী এস এম আসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল প্রমুখ। এ সময় বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।