শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

দৌলতদিয়া ঘাটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ সদ্য নিয়োগ পাওয়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোঃ মাহবুবুর রহমান গত ৯ই জানুয়ারী গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পু®পার্ঘ্য অর্পন ও ফাতেহা পাঠ করেন। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ ইউসুফ।
টুঙ্গীপাড়া থেকে তারা ঢাকা ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ফেরী ঘাটে পৌঁছালে রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, ফরিদপুর জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল, রাজবাড়ী জেলা সহকারী শিক্ষা অফিসার সামসুন নাহার চৌধুরী, গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ফকীর আব্দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহীম মিয়া, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, জামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া, দৌলতদিয়া আক্কাছ আলী হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, গোয়ালন্দ এফ.কে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম তাদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। তারা তাদের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক প্রফেসর মোঃ মাহবুবুর রহমান ইতিপূর্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা’র চেয়ারম্যান এবং ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ পদেও নিয়োজিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!