॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বিলজোনা অষ্টাদশ পল্লী সার্বজনীন পাগল আশ্রমে ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান গতকাল ৫ই জানুয়ারী মহাপ্রভূর ভোগ ও লীলা কীর্তনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।
এরআগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বিলজোনা অষ্টাদশ পল্লী সার্বজনীন পাগল আশ্রমে মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন।
মহানাম যজ্ঞানুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মনোজিৎ কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এমপি মোঃ জিল্লুল হাকিম আশ্রমে নাটমন্দির নির্মাণ ও বিলজোনা সড়ক উন্নয়নে প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করেন। দরিদ্র পরিবারের বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীনভাতা, প্রতিবন্ধীভাতাসহ নানা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। এ কারণে শেখ হাসিনার এতো জনপ্রিয়তা। এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাট্টা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রব মোনা বিশ্বাস, জেলা ভক্ত মিশনের সভাপতি গৌর গোপাল বাবুল চৌধুরী, বিলজোনা অষ্টাদশ পল্লী সার্বজনীন পাগল আশ্রমের সাধারণ সম্পাদক শৈলেন্দ্র নাথ বিশ্বাস ও আশ্রমের প্রচার সম্পাদক অতুল চন্দ্র সরকারসহ আশ্রমের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।