॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লল হাকিম কালুখালী উপজেলাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, মানুষের সেবা করার জন্য আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে। একমাত্র আওয়ামী লীগ সরকারই পারে সাধারণ মানুষের আশা-আকাঙ্খা পূরণ করতে।
গতকাল ৪ঠা জানুয়ারী দুপুরে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের খাগজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ও দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের প্রকল্প পরিচালক রাম চন্দ্র দাস, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সাদেকুর রহমান, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, কালুখালী উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়নের সহযোগী এনজিও এসডিএসের নির্বাহী পরিচালক মজিবুর রহমান, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন আরা এবং খাগজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও খাগজানা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র পাল। স্বাগত বক্তব্য রাখেন খাগজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লল হাকিম আরো বলেন, শিক্ষার মান উন্নয়নে এবং স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং কার্যক্রম চালু করছেন। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন পাঠ্যবই তুলে দিচ্ছেন। এ ছাড়াও সরকার বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদান এবং বন্যা, খরা, অতি বৃষ্টি প্রভৃতিতে ক্ষতিগ্রস্ত মানষকে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করছেন। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে। বক্তব্যের শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আন্তর্জাতিক মানের বিস্কুটের প্যাকেট তুলে দিয়ে স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব ও দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের প্রকল্প পরিচালক রাম চন্দ্র দাস তার শিশুকালের স্মৃতিচারণ করে বলেন, আমাদের সময়ে মাঝে মধ্যে স্কুলে বিস্কুট-ছাতু দিত, তাও সামান্য পরিমাণে। কিন্তু বর্তমান সরকারের আমলে মাঝে মধ্যে নয়, স্কুল বন্ধের দিন ছাড়া প্রতিদিন ফিডিং কার্যক্রম চালিয়ে যাওয়ার উদ্যোগ নেয়া হয়েছে-যা বর্তমান সরকারের উল্লেখযোগ্য একটি কার্যক্রম। আন্তর্জাতিক মানের এই বিস্কুট শিক্ষার্থীদের তাদের মেধা শক্তি বৃদ্ধি ও পুষ্টিজনিত অভাব পূরণ করবে। মানুষকে যদি সম্পদে পরিণত করা যায় তাহলে তাদের দ্বারা অবশ্যই দেশ ও জাতির উন্নয়ন সম্ভব। আপাতত দারিদ্র পীড়িত এলাকাগুলোকে চিহ্নিত করে এই স্কুল ফিডিং কার্যক্রম চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব উপজেলাতেই এই কার্যক্রম চালু করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নৃপেন্দ্র নাথ সরকার, সেলিনা আক্তার, খাগজানা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও কালুখালী কলেজের অধ্যাপক মিজানুর রহমান এবং খাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম নজরুল ইসলামসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।