॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার জনপ্রতিনিধিবৃন্দ, সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নবাগত এসিল্যান্ড এবং উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলামের মতবিনিময় সভা গতকাল ৭ই ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ সিদ্দিকুর রহমান, কালুখালী থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী আলমগীর হোসেন, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মৃগী ইউপির চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর, হোঙ্গাডাঙ্গী এম.আই কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ মীর আব্দুল বাতেন, মাঝবাড়ী আলিম মাদরাসার অধ্যক্ষ নুরুল ইসলাম হেলাল, কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডেইজি চৌধুরী, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার আনিসুল হক বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ আজিজ, রতনদিয়া বাজার বণিক সমিতির সভাপতি সামছুল আলম ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ। বক্তাগণ রাস্তাঘাট, আলোর স্বল্পতাসহ বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের পদটি গত ২২শে সেপ্টেম্বর শূন্য হয়। তারপর থেকে পাংশা উপজেলা নির্বাহী অফিসার কালুখালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১লা ডিসেম্বর মোঃ নাজমুল ইসলাম কালুখালীর সহকারী কমিশনার(ভূমি) হিসেবে যোগদান করার পর তাকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব প্রদান করা হয়।