শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

সাম্প্রদায়িক রাজনীতি যাতে মাথাচারা দিয়ে উঠতে না পারে তার জন্য সকলকে সতর্ক থাকতে হবে — কমরেড রেজাউল করিম রেজা

  • আপডেট সময় শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

॥পাংশা প্রতিনিধি॥ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পাংশা উপজেলা শাখার সাবেক সম্পাদক আমৃত্যু বিপ্লবী কমরেড কাইয়ুম খানের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ১৫ই ডিসেম্বর বিকেলে পাংশার হাবাসপুর ইউপির কাচারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পাংশা উপজেলা শাখা এ স্মরণসভা অনুষ্ঠানের আয়োজন করে।
পাংশা উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক কমরেড শাহাদত হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক এডঃ রেজাউল করিম রেজা।
তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন আসছে। এ নির্বাচনকে ঘিরে সাম্প্রদায়িক রাজনীতি যাতে মাথাচারা দিয়ে উঠতে না পারে তার জন্য সকলকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, কমরেড কাইয়ুম খান নির্যাতিত ভূমিহীন মানুষের পাশে থেকে তাদের সাহস জুগিয়েছিলেন। শোষিত-বঞ্চিত মানুষের ভাগ্যের উন্নয়নে কৃষক, শ্রমিক সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছিলেন তিনি। কমরেড কাইয়ুম খান আজ আমাদের মাঝে নেই। মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং তার আদর্শ আমরা লালন করছি। সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত ও উজ্জীবিত করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ(হেনা মুন্সী), বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজবাড়ী জেলা কমিটির সদস্য, শ্রমিক নেতা কমরেড মওলা বকস, জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি, নির্মাণ শ্রমিক ইউনিয়নের রাজবাড়ী জেলা শাখার নির্বাচিত সভাপতি কমরেড গোলাম কাদের, জাতীয় কৃষক সমিতির রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক বরাট ইউপির চেয়ারম্যান কমরেড মনিরুজ্জামান ছালাম, জাতীয় কৃষক সমিতির রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি দাদশী ইউপির মেম্বার শফিকুল ইসলাম শফিক, জাতীয় কৃষক সমিতির রাজবাড়ী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডঃ আরব আলী, জাতীয় কৃষক সমিতি কালুখালী উপজেলা শাখার সভাপতি কৃষক নেতা নজরুল ইসলাম জোয়ার্দ্দার, জাতীয় কৃষক সমিতির কালুখালী উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক রতনদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ করিম শেখ ও বাংলাদেশের যুবমৈত্রীর রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক যুবনেতা সেলিম আহম্মেদ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাগণ কমরেড কাইয়ুম খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন দাবী তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!