॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুরে রাস্তায় গাছের গুড়ি ফেলে মালামাল ও ইজি বাইক ছিনতাইয়ে ঘটনায় গত ৮ই ডিসেম্বর ছিনতাইকারী হাসান (৩০)কে পুলিশ গ্রেফতার করেছে।
গতকাল ৯ই ডিসেম্বর আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত ১৫ই নভেম্বর রাত পৌনে ২টার দিকে রাজবাড়ী খানকা শরীফ থেকে যাত্রী নিয়ে তেতুলিয়া কৈজুরী যাওয়ার পথে রাজাপুর রঞ্জু মাষ্টারের বাড়ীর সামনের রাস্তায় ওই ইজি বাইকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
হাসান ও তার দলের লোকজন চালক ও যাত্রীদের হাত-পা বেঁধে স্বর্নের চেইন, মোবাইল ও ইজি বাইকটি ছিনিয়ে নিয়ে যায়। এর আগে গত ৭ই ডিসেম্বর আল আমিন নামে ১জনকে পুলিশ গ্রেফতার করে।
জানাযায়, গত ১৫ই নভেম্বর রাত ১টার দিকে রাজবাড়ী খানকা শরীফ থেকে রফিকুল ইসলাম নামে এক ইজি বাইক চালক মাহফিলের যাত্রী নিয়ে তেতুলিয়া কৈজুরীর উদ্দেশ্যে রওনা হোন। তাদের সাথে ওই এলাকার গ্রাম বাংলা নামে একটি গাড়ীও রওনা হয়। ওই গাড়ীটি দ্রুত গতি সম্পন্ন হওয়ায় তাড়াতাড়ি এলাকায় পৌছে যায়। রাত পৌনে ২টার দিকে তার অটো গাড়ীটি রাজাপুর রঞ্জু মাষ্টারের বাড়ীর সামনে পৌছালে রাস্তায় গাছের বড় গুড়ি ফেলানো দেখা যায়। এ সময় অটো গাড়ীটি থামাতেই রাস্তার দু’পাশ থেকে অজ্ঞাত ৪জন ধারালো অস্ত্র নিয়ে এসে অটো থেকে সবাইকে নামতে বলে। এ সময় তারা গাড়ী থেকে নামতে না চাইলে তারা পুরুষ যাত্রীদের মারপিট করে মহিলাসহ তাদেরকে হাত পা বেধে ফেলে। এরপর তারা অটো চালক রফিকুলসহ অন্যদের কাছ থেকে ৫টি মোবাইল, নগদ দুই হাজার টাকা ও দুই মহিলার কাছ থেকে দুইটি স্বর্ণের চেইন এবং অটো গাড়ীটি ছিনিয়ে নিয়ে চলে যায়।
পরে তাদের বাড়ীতে ফিরতে দেরী দেখে ওই গ্রাম বাংলার চালক ও পরিবারের লোকজন খুঁজতে এসে হাত-পা বাঁধা অবস্থায় তাদেরকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনার পর দিন বিষয়টি রাজবাড়ী থানায় অভিযোগ করা হলেও গত ২০শে নভেম্বর অজ্ঞাত ৪জন আসামী বিরুদ্ধে ৩৯২ ধারায় মামলাটি রেকর্ড হয়।