॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার তফাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল ৮ই ডিসেম্বর বিকেলে তফাদিয়া যুব সংঘ কর্তৃক আয়োজিত মরহুম সুরত আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
কালুখালী ফুটবল একাদশ বনাম কালিকাপুর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের মাধ্যমে কালুখালী ফুটবল একাদশ ১ গোলের ব্যবধানে কালিকাপুর ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী সাইফুল ইসলাম।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়েরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মরহুম সুরত আলী খানের ছোট ছেলে ও তফাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিঃ মনিরুজ্জামান খান বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা তন্ময় চক্রবর্তী শম্ভু, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ আজিজ, প্রাক্তন ফুটবলার লিয়াকত আলী, ময়েন উদ্দিন ও কালিকাপুর ফুটবল একাদশের টিম ম্যানেজার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম বলেন, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। সুষ্ঠুভাবে টুর্নামেন্টটি সমাপ্ত হওয়ায় তিনি টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইঞ্জিঃ মনিরুজ্জামান খান ও তফাদিয়া যুব সংঘকে ধন্যবাদ জানান। এ সময় তিনি তফাদিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সম্প্রসারণ ও সুন্দর একটি শহীদ মিনার তৈরী করে দেয়াসহ বিদ্যালয়ের জন্য যা কিছু প্রয়োজন সেটা করার আশ্বাস দেন।
ইঞ্জিঃ মনিরুজ্জামান খান বলেন, খুব শীঘ্রই তার পিতার স্মরণে জেলা পর্যায়ের টিম নিয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করবেন। সে জন্য তিনি উপজেলা চেয়ারম্যানকে খেলার পরিবেশ তৈরী করে দেওয়ার অনুরোধ করেন। অতিথিদের বক্তব্যের শেষে পুরস্কার বিতরণ করা হয়।