॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০জন কৃষকের মধ্যে ৫০% ভর্তুকির পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। গতকাল ২৬শে নভেম্বর বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পাওয়ার টিলারগুলো বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে পাওয়ার টিলারগুলো বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। এ সময় উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।