॥স্টাফ রিপোর্টার॥ মোবাইল ব্যাংকিং ‘রকেট’-এর মাধ্যমে প্রতারণায় সহায়তার দায়ে জহিরুল ইসলাম জহির(৩০) নামের বাংলালিংকের এক এসআর’কে গ্রেফতার করেছে ফরিদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দল।
গত ১১ই অক্টোবর রাত ১০টার দিকে পিবিআই ফরিদপুরের একটি দল রাজধানী ঢাকার মধ্যবাড্ডা ব্যাপারীপাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জহিরুল ইসলাম জহির জামালপুর জেলা সদরের নরন্দী ইউনিয়নের খালপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে এবং বাড্ডা এলাকায় বাংলালিংকের এস.আর পদে কর্মরত।
পিবিআই ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, সংঘবদ্ধ একটি চক্র প্রতারণার মাধ্যমে মোবাইল ব্যাংকিং রকেট-এর ভুয়া একাউন্ট খুলে বিভিন্ন ভাবে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। কয়েক মাস পূর্বে বিক্রয় ডট কমে কম্পিউটার বিক্রির বিজ্ঞাপন দিয়ে দেবাশীষ বিশ্বাস নামের ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রের কাছ থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়। ওই ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের হলে পিবিআই স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে। সেই মামলায় ইতিপূর্বে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে জহিরুল ইসলাম জহিরের নাম বেরিয়ে আসে। জহির ও ঢাকার ভাটারা এলাকার শহিদুল্লাহ ওরফে সবুজ নামের বাংলালিংকের একজন ডিলারের সাথে মিলে ভুয়া আইডি কার্ড ও ছবি ব্যবহার করে প্রতারকদের শত শত ভুয়া সীম রেজিস্ট্রেশন করে দিয়ে রকেট এর একাউন্ট খুলে প্রতারণার কাজে সহায়তা করেছে।
গতকাল ১২ই অক্টোবর গ্রেফতারকৃত জহিরকে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। তার স্বীকারোক্তি মোতাবেক জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।