॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে গতকাল ৭ই মে বিকালে মতবিনিময় করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের সরকারী বাসভবন প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন কলেজের প্রভাষক সুজয় পাল, বালিয়াকান্দি মহাশ্মাশান ও কেন্দ্রীয় মন্দিরের যুগ্ম-সাধারণ সম্পাদক সনজিৎ কুমার ভট্ট প্রমুখ বক্তব্য রাখেন।
এ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্যা, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন আলী ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ইদ্রিস আলী ফকিরসহ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।