॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গতকাল ৬ই মে বিকালে তেঁতুলিয়া ফুটবল মাঠে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মকবুল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মোঃ আয়ুব হোসেনের পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্যা, সহ-সভাপতি ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, সাধারণ সম্পাদক সামছুল আলম সুফী এবং সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ইদ্রিস আলী ফকির, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান আনিস প্রমুখ।
এ সময় বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ^াসসহ উপজেলা ও বহরপুর ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়। আজ আমরা শপথ গ্রহন করি ২০২১ সালের গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই একত্র হয়ে কাজ করে যাব। আমাদের সরকার দেশের শিক্ষার মানোন্নয়নের জন্য সব সময় কাজ করে চলেছে।