॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাটাগরীতে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে পুরস্কৃত হয়েছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু নাসার উদ্দিন।
গত ৩রা মার্চ বিকালে মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা প্রতিমন্ত্রী(কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) আলহাজ্ব কাজী কেরামত আলী, সম্মানিত বিশেষ অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী এবং জেলা প্রশাসক মোঃ শওকত আলীসহ অন্যান্য অতিথিদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদ গ্রহণ করেন।
উল্লেখ্য, মোঃ আবু নাসার উদ্দিন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর গত ১লা ডিসেম্বর ‘আমার বিদ্যালয় আমার অহংকার, পরিষ্কার-পরিচ্ছন্নতা আমার অঙ্গীকার’ শ্লোগানে গোয়ালন্দ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী গ্রহণ, গোয়ালন্দ উপজেলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-কালচার নিয়ে থিম সং রচনা ও সুরারোপ, শীতের সময় সুষ্ঠুভাবে শীতবস্ত্র বিতরণ, ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন, বাল্যবিবাহ বিরোধী পদক্ষেপ এবং উপজেলা ক্রীড়া সংস্থাকে কার্যকর করাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে সকল মহলে প্রশংসিত হন। এরআগে তিনি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ইউএনও হিসেবে কর্মরত অবস্থায় ২০১৬ সালে প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছিলেন।