॥গোয়ালন্দ প্রতিনিধি॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা এবং পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল ১১ই ফেব্রুয়ারী বিএনপি’র রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহ্মুদ খৈয়ম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন করেন। একই সাথে বিজ্ঞপ্তিতে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি পদে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান নুর ইসলাম মুন্নু এবং সাধারণ সম্পাদক হিসেবে গোয়ালন্দ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলুর নাম ঘোষণা করা হয়।
একই সাথে পৃথক বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি হিসেবে উপজেলা সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এবিএম ছাত্তার এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
নির্বাচিত নতুন নেতৃত্বকে আগামী এক মাসের(৩০ দিন) মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া বিগত বিএনপির উপজেলা এবং পৌর শাখার কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে নবগঠিত কমিটির সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্যা বলেন, জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে শক্তিশালী করতে আমরা সর্বদাই মাঠে থাকবো। নতুন এ কমিটির মাধ্যমে রাজপথের আন্দোলন আরো বেগবান হবে বলে বিশ^াস করি। এজন্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই।