॥মাহ্ফুজুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ে গত ১৬ই জানুয়ারী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মির্জা মোঃ আসিফ আকবর নিবির ও তার সহধর্মিনী মাহাজেবিন আকবর মুন, জেলা পরিষদের সদস্য মির্জা ফরিদুজ্জামান হাবিবুল, বসন্তপুর ইউপির চেয়ারম্যান মির্জা বদিউজ্জামান বাবু, প্রাক্তন আনসার অ্যাডজুটেন্ট আবু মোঃ আবুল হাছিম জিহাদ মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কল্যাণী রাণী বৈদ্য, ম্যানেজিং কমিটির সদস্য সালাউদ্দিন জমাদার ও সেলিম হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।