শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দে বিজয় মেলায় চলমান অবৈধ র‌্যাফেল ড্র অবশেষে বন্ধ

  • আপডেট সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজারে মাস ব্যাপী বিজয় মেলায় অবৈধভাবে ৬দিন চলার পর র‌্যাফেল ড্র বন্ধ করে দিয়েছে থানা পুলিশ।
গত ২৩শে ডিসেম্বর রাতে পুলিশ অবৈধভাবে র‌্যাফেল ড্র চলার অভিযোগে বন্ধের নির্দেশ প্রদান করেন। এরআগে গত ১৭ই ডিসেম্বর রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বিজয় মেলার উদ্বোধন করেন।
মেলা কমিটি জানায়, গত ১৭ই ডিসেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ বাজার শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে আয়োজিত বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। মেলায় প্রতিদিন সন্ধ্যা থেকে গভীররাত পর্যন্ত গান, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনের ব্যবস্থা রাখা হয়। এছাড়া গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে নাগর দোলা ও বিভিন্ন স্টলে গ্রামীণ সামগ্রীসহ প্রতিদিন দৈনিক আনন্দ র‌্যাফেল ড্র অনুষ্ঠান। র‌্যাফল ড্রয়ের মাধ্যমে প্রতিদিন মোটর সাইকেল, স্বর্ণের হাড়সহ নানা ধরনের পুরস্কার সামগ্রী রাখা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ গতকাল রবিবার সকালে জানান, বিজয় মেলা উদ্বোধনের একদিন পর থেকে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া বিজয় মেলার নামে অবৈধভাবে দৈনিক আনন্দ র‌্যাফেল ড্র পরিচালনা করে আসছিল। র‌্যাফেল ড্রয়ের নামে প্রতিদিন মানুষের পকেট খালি করা হচ্ছিল। এনিয়ে উপর মহল থেকে চাপ আসলে ও অবৈধ বলে গত শনিবার রাতে র‌্যাফেল ড্র বন্ধ করে দেয়া হয়। বিজয় মেলা যথারীতি চলবে। তবে কোন প্রকার অবৈধ র‌্যাফেল ড্র চলতে দেওয়া হবেনা।
বিজয় মেলা উদযাপন কমিটির আহবায়ক মোকছেদ আলী বিশ^াস বলেন, পুলিশ গত শনিবার র‌্যাফেল ড্র বন্ধ করে দেওয়ায় আমরা বিজয় মেলায় বন্ধ করে দিতে চেয়েছিলাম। এ নিয়ে সংসদ সদস্যের সাথে আলোচনা করে এবং মেলা কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছি র‌্যাফেল ড্র বন্ধ থাকলেও বিজয় মেলা চলবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!