॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কানাডা প্রবাসী, মিডিয়া ব্যক্তিত্ব, আব্দুল হালিম মিয়া কলেজের প্রতিষ্ঠাতা, সমাজসেবক আব্দুল হালিম মিয়া গত ১৫ই ডিসেম্বর সন্ধ্যায় প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সদস্যদের সাথে মতবিনিময় করেন।
প্রথম আলো প্রতিনিধি’র গোয়ালন্দ বাজারস্থ কার্যালয়ে এ মতবিনিময়ে তিনি অংশগ্রহণ করেন। এ সময় তার সাথে আব্দল হালিম মিয়া কলেজের কো ফাউন্ডার অধ্যাপক ফকীর নুরুজ্জামান ছিলেন।
বন্ধুসভার উপদেষ্টা, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদলের সভাপতিত্বে, প্রথম আলো প্রতিনিধি এম.রাশেদুল হক রায়হানের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধুসভার আরেক উপদেষ্টা ও বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আকতার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শফি, মুক্তিযোদ্ধা আবুল বাসার মিয়া, নুরুল ইসলাম, বন্ধুসভার সভাপতি শেখর আহম্মেদ বাবু, সাধারণ সম্পাদক রমেশ কুমার আগারওয়ালা, অনলাইন ভিত্তিক সামাজিক প্রতিষ্ঠান গোয়ালন্দ ফাউন্ডেশনের অন্যতম সদস্য সিরাজুল ইসলাম, ঢাকা আইনজীবি সমিতির নেতা এডভোকেট সফিকুল ইসলাম, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ জুয়েল বাহাদুর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ বাবর আলী, বন্ধুসভার সহ-সভাপতি বাদল বিশ^াস, মোস্তাফিজুর রহমান, ফকির জাহিদ হোসেন, মইনুল হক মৃধা, নাজমুল হাসান, আকাশ সাহা, নবাগত বন্ধু এনামুল হক লিটন, নাজমুল হাসান অপু, আতিকুর রহমান, ভায়োলিন পলাশ, ইলিয়াস শাহেদ, অদম্য মেধাবী রিফাত রহমান, আলামিন ইসলাম, তাসমিন আকতার, রবিউল ইসলাম ও সুমানা আকতার প্রমুখ।
এ সময় আব্দুল হালিম মিয়া তার বক্তব্যে বলেন, প্রবাসে থাকলেও মনটা পড়ে থাকে এই গোয়ালন্দেই। বন্ধুসভার বিভিন্ন সামাজিক কর্মকান্ড প্রতিনিয়তই দেখি। মনটা অনেক ভড়ে যায়, গোয়ালন্দের উন্নয়নে সবাই একত্রে কাজ করছে। যদি মনে প্রবল মনোবল থাকে তাহলে অনেক কিছু করা সম্ভব। প্রথম আলো যেমন গোটা বাংলাদেশ ছাড়িয়ে বিদেশেও আলো ছড়াচ্ছে। তেমনি তারা সামাজিক দায়বদ্ধতা থেকে বন্ধুসভার মাধ্যমে নানা কর্মকান্ড ছড়িয়ে দিচ্ছে। আমি মনে করি প্রথম আলো’র মতো আরো সকল সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থাকেও সমাজের উন্নয়নে এগিয়ে আসা দরকার। তিনি প্রথম আলো’র সম্পাদক এবং পত্রিকাটির সংবাদকর্মীর প্রত্যেকের একই সাথে সকল বন্ধুসভার সদস্যদের সাফল্য কামনা করেন।