॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গীর মুন্সীর বাড়ীর রান্না ঘর থেকে গত ১৪ই ডিসেম্বর দুপুর ১টার দিকে বিষধর একটি গোখরা সাপ উদ্ধার করেছে সাপুড়ে লিটন। ৪ফুট লম্বা সাপটি ধরার পর একনজর দেখতে গ্রামবাসী ওই বাড়ীতে ভীড় জমায়।
জাহাঙ্গীর মুন্সী জানান, কয়েকদিন ধরেই সাপের উপস্থিতি টের পাওয়া যাচ্ছিলো। পরে একটি খোলস সবার চোখে পড়ে। সাপুড়ে লিটনকে খবর দেওয়া হলে সে সাপটি ধরতে সক্ষম হয়। সাপটি ধরা পড়ায় বাড়ির সবার মনে স্বস্তি ফিরে এসেছে।
সাপুড়ে লিটন বলেন, খবর পেয়ে জাহাঙ্গীরের বাড়ীতে এসে তার রান্না ঘরের খড়ির মাঁচার মধ্যে সাপটিকে লুকিয়ে থাকতে দেখা যায়। পরে কৌশল প্রয়োগ করে সাপটিকে ধরে পাতিলের মধ্যে রাখা হয়। সময় মতো সাপটিকে ধরতে পারায় মানুষের কোন ক্ষতি হয়নি। খয়েরি রংয়ের এই মেয়ে গোখরা সাপটি সম্পূর্ণ বিষধর ও পূর্ণ বয়স্ক।