সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ফরিদপুরে র‌্যাবের অভিযানে অপহৃত ১ব্যক্তি উদ্ধার॥৪অপহরণকারী গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ মুক্তিপনের দাবীতে ফরিদপুর মেডিকেল কলেজের সামনে থেকে অপহৃত সামসুল হক মোল্লা(৫৮) নামের এক ব্যক্তিকে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ৪সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ৪ঠা ডিসেম্বর ফরিদপুরের কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ঃ ফরিদপুরের কোতয়ালী থানাধীন কৈজুরী ইউনিয়নের গোয়ালকান্দি গ্রামের খন্দকার কায়সার আলমের ছেলে খন্দকার মাহফুজ আলম মুন(২৬), একই থানার গেরদা গ্রামের মৃত খন্দকার শাহিদুল ইসলামের ছেলে খন্দকার সুমন(২৭) ও বাখুন্ডা গ্রামের হারুন মিয়ার মেয়ে রেখা বেগম(২৫) এবং পাবনা জেলার সুজানগর থানার বাকুলপুর গ্রামের মৃত জয়নাল আবেদীন সরদারের ছেলে আবু তালেব সরদার(৪৫)। গ্রেফতারকৃতদের মধ্যে আবু তালেব সরদার ও রেখা বেগম পরস্পর স্বামী-স্ত্রী।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত সামসুল হক মোল্লা গত ২রা ডিসেম্বর ফরিদপুরের নগরকান্দি থানাধীন রানপাশা গ্রামের বাড়ী থেকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসলে গ্রেফতারকৃত খন্দকার মাহফুজ আলম মুন ও খন্দকার সুমনসহ অজ্ঞাতনামা ২/৩জন তাকে অপহরণ করে। এরপর তাকে আটকে রেখে অপহরণকারী চক্রের নারী সদস্য রেখা বেগমের সাথে জোরপূর্বক নগ্ন ছবি ধারণ করাসহ তার মোবাইল ফোন থেকে পরিবারের নিকট মুক্তিপন বাবদ ১০ লক্ষ টাকা দাবী করে। এ ঘটনায় সামসুল হক মোল্লার পরিবার কোতয়ালী থানায় ১টি জিডি করাসহ র‌্যাবের সহযোগিতা কামনা করে। তার প্রেক্ষিতে র‌্যাবের একটি দল গতকাল ৪ঠা ডিসেম্বর প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে খন্দকার মাহফুজ আলম মুন ও খন্দকার সুমনকে আটক করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে স্বীকারোক্তির ভিত্তিতে ফরিদপুর শহরের আলীপুর এলাকার একটি বাসা থেকে সামসুল হক মোল্লাকে উদ্ধারসহ আবু তালেব সরদার ও রেখা বেগমকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত ভিকটিমসহ গ্রেফতারকৃতদেরকে ফরিদপুরের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত সামসুল হক মোল্লা বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!