॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১৭ই সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফরিদপুরের রাজেন্দ্র ডিগ্রী কলেজের সামনে থেকে ৩শ গ্রাম গাঁজাসহ নাঈম শেখ(২৫) নামের এক যুবককে আটক করে।
পরে তাকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকুল কুমার মৈত্র’র নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডিত নাঈম শেখ ফরিদপুরের চরকমলাপুর গ্রামের ওহাব শেখের ছেলে।