॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া ফেরী ঘাট থেকে ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা চুরির ২৫দিন পর গত ১০ই সেপ্টেম্বর বিকেলে পাংশা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাবু প্রামানিক (২৮) নামে ১জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
নৌকার মালিক ধাওয়াপাড়া গ্রামের আছান শেখের ছেলে আকরাম শেখ জানান, তার একটি ২৫হাত লম্বা ইঞ্জিন চালিত মাছ ধরা নৌকা ছিল। ওই নৌকা দিয়ে তিনি ধাওয়া পাড়া ঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতেন। গত ১৫ই আগস্ট বিকাল ৫টার দিকে তিনি নৌকাটি ধাওয়াপাড়া ফেরী ঘাটে বেধে বাড়ীতে যান। পরদিন সকাল ৭টার দিকে মাছ ধরার জন্য ধাওয়াপাড়া ঘাটে এসে দেখেন নৌকাটি নেই। পরে বিভিন্ন স্থানে খোঁজ খবর পেয়ে জানতে পারেন নৌকাটি পাংশা উপজেলার সেনগ্রামে ইউনুছ আলী শেখের কাছে স্ট্যাম্পের মাধ্যমে বিক্রি করা হয়েছে। গত ১০ই সেপ্টেম্বর বিকেলে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি নিয়ে ইউনুছ শেখের বাড়ীতে নৌকাটি আনতে যান। এ সময় তিনি জানান নৌকাটি তিনি ৩৫হাজার টাকা দিয়ে স্ট্যাম্পের মাধ্যমে ক্রয় করেছেন এবং কারা বিক্রি করেছে তাদের নামও তিনি প্রকাশ করেন। পরে তিনি নৌকাটি তাকে দিয়ে দেন। নৌকা নিয়ে আসার পরে তিনি অভিযুক্ত বাবু প্রামানিক ও মুন্নু সরদারকে দেখতে পেয়ে নৌকা চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তারা উত্তেজিত হয়ে তাকে হুমকি দেয়। এক পর্যায়ে স্থানীয়রা তাদেরকে ধাওয়া করে বাবু প্রামানিককে আটক করে। তবে মুন্নু সরদার পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে বাবু প্রামানিককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় নৌকার মালিক আকরাম শেখ বাদী হয়ে রাজবাড়ী থানায় গতকাল ১১ই সেপ্টেম্বর ৬জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত ৩/৪জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। রাজবাড়ী থানার মামলা নং-২১। ধারাঃ ৩৭৯/৪১৩/১০৯/৩৪/৪১১ পেনাল কোর্ড। মামলার আসামীরা হলো ঃ ধাওয়াপাড়া গ্রামের বাবু প্রামানিক(২৮), কাবিলপুর গ্রামের মুন্নু সরদার, লুৎফর সরদার(৩৫), মালেক সরদার(৫০), সুমন সরদার(২২) ও সেনগ্রামের কানাই শেখের ছেলে ইউনুছ আলী শেখ(২২)।