॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা কৃষক লীগের ৮১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক এডভোকেট খোন্দকার শামসুল হক রেজা গত ৩১শে জুলাই এই কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে মোঃ আবুল কালাম আজাদ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান বিশ্বাস, এডভোকেট আবু বকর মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আঃ রব বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ রোকনউজ্জামান বকুল, মোঃ মোজাফফর হোসেন নান্নু ও মোঃ মমিন শেখ সহ-সভাপতি, মোঃ আবু বক্কর খান সাধারণ সম্পাদক, মোঃ ঈমান আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ খালেক ও মোঃ বদর উদ্দিন যুগ্ম-সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ খালেক, মোঃ আঃ গফুর মাস্টার ও মোঃ রাসেল মোল্লা সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব মোঃ শাহজাহান অর্থ সম্পাদক, এডভোকেট সুখেন্দু চক্রবর্তী আইন বিষয়ক সম্পাদক, অসীম কুমার বিশ্বাস প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ নজরুল ইসলাম দপ্তর সম্পাদক, বিপ্লব কুমার মিত্র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, মোঃ মজিবর রহমান সমবায় বিষয়ক সম্পাদক, আব্দুর রহমান মন্ডল কুটিরশিল্প বিষয়ক সম্পাদক, মোছাঃ আছমা বেগম স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক, শ্রী রূপ কুমার কুন্ডু মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক, আঃ মজিদ খান কৃষি পণ্য ও ফসল সম্পাদক, শ্রী বাবু মন্ডল কৃষিঋণ ও পুনর্বাসন সম্পাদক, মোঃ জামাল শেখ পানি সেচ ও বিদ্যুৎ সম্পাদক, মোঃ সত্তার বেপারী ভূমি বিষয়ক সম্পাদক, আলহাজ্ব মোঃ বিল্লাল গাজী বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মোঃ ইসমাইল হোসেন কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, তাহেরা খাতুন লাকী মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ বদরুল আলম স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, নব কুমার সাহা ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, নিখিল চন্দ্র দাস সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ডাঃ মোঃ তাইজুল ধর্ম বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজনু খান সহ-আইন বিষয়ক সম্পাদক, মোঃ আলাউদ্দিন সরদার সহ-প্রচার সম্পাদক, বিষ্ণুপদ কর্মকার সহ-দপ্তর সম্পাদক, মোঃ মাজেদা বেগম সহ-মহিলা বিষয়ক সম্পাদক এবং আকবর আলী মৃধা, আঃ মান্নান সরদার, মোঃ দলিল উদ্দিন শেখ, মোঃ ছবদার শেখ, মোঃ আনসার আলী, মোঃ আবু হেনা মুন্সি, শিশির কুমার সিকদার, আবদুর বাহার মাস্টার, মোঃ ইউসুফ হোসেন, মোঃ আফজাল হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোঃ রইচ উদ্দিন মিয়া, মোঃ সামছুদ্দিন জোয়াদ্দার, মোঃ সাত্তার সেখ, মোঃ মমিন খান, মোঃ আবুল প্রামাণিক, মোঃ আঃ সাত্তার ফকির, আঃ কাদের মন্ডল, মোঃ মাইনদ্দি সরদার, আঃ মতিন শেখ, মোঃ ফরহাদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক, আব্দুল জব্বার জুলু, মোঃ আদম আলী, আঃ রহমান খান, মোঃ মাহাতাব ফকির, মোঃ সহিদ শেখ, মোঃ দুলাল শেখ, মোঃ আজিজ মল্লিক, মোঃ ওয়াদুদ, মোঃ সিদ্দিক মোল্লা, মীর মোঃ জিকরুল, মোঃ রাজু খান, আশরাফুল আলম, কমল কুমার সরকার, গৌতম কুমার সাহা, মোঃ নিজাম উদ্দিন মাস্টার, মোঃ শফিকুল ইসলাম, মোঃ বাদশা মন্ডল, মোঃ কাশেদ আলী মাস্টার ও মোঃ নূর হোসেন মিয়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।
কমিটির অনুমোদন পাওয়ায় নবনির্বাচিত সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর খান কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক এডভোকেট খোন্দকার শামসুল হক রেজাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
একই সঙ্গে তারা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম, এমপি এবং সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।