॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল হরিসভা এলাকার পোদ্দারের পুকুরচালায় গত ৯ই জুন দুপুরে সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম মজনুর ছোট ভাই মিলন খন্দকার (৩০)কে কুপিয়ে জখমের ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল ১০ই জুন সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম মজনু বাদী হয়ে লক্ষ্মীকোল পোদ্দারের পুকুর চালা এলাকার গেদার ছেলে সুমন(২৬), আবুল হোসেনের ছেলে রহিম(৩৫) এবং ইউসুফ(২৭) পিং-অজ্ঞাতসহ ৫/৭ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে। রাজবাড়ী থানার মামলা নং-১৯, ধারা ঃ ১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩২৪/৩২৬/৩৭৯/৩০৭/১১৪/৫০৬ দঃ বিঃ। থানা পুলিশ ৯ই জুন রাতেই মামলার অন্যতম আসামী রহিমকে গ্রেফতার করে গতকাল ১০ই জুন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম মজনুর ভাই মিলন খন্দকার একজন ব্যবসায়ী। রাজবাড়ী বাজারের হাজী সিরাজ খান টাওয়ারে আলিফ ইলেক্ট্রনিক্স এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টার নামে তার একটি দোকান রয়েছে। গত ৯ই জুন বেলা আড়াইটার দিকে মিলন খন্দকার গোদার বাজার যাওয়ার পথে লক্ষ্মীকোলের পোদ্দার পুকুরচালার রহিমের দোকানে পৌঁছালে আসামীরা পূর্ব বিরোধের জেরে তাকে আটক করে চাপাতি দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করাসহ তার কাছ থেকে নগদ ৮হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা খারাপ হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসধীন রয়েছে।