মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী শহরের লক্ষ্মীকোলে সাংবাদিকের ভাইকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা॥১জন কারাগারে

  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল হরিসভা এলাকার পোদ্দারের পুকুরচালায় গত ৯ই জুন দুপুরে সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম মজনুর ছোট ভাই মিলন খন্দকার (৩০)কে কুপিয়ে জখমের ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল ১০ই জুন সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম মজনু বাদী হয়ে লক্ষ্মীকোল পোদ্দারের পুকুর চালা এলাকার গেদার ছেলে সুমন(২৬), আবুল হোসেনের ছেলে রহিম(৩৫) এবং ইউসুফ(২৭) পিং-অজ্ঞাতসহ ৫/৭ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে। রাজবাড়ী থানার মামলা নং-১৯, ধারা ঃ ১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩২৪/৩২৬/৩৭৯/৩০৭/১১৪/৫০৬ দঃ বিঃ। থানা পুলিশ ৯ই জুন রাতেই মামলার অন্যতম আসামী রহিমকে গ্রেফতার করে গতকাল ১০ই জুন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম মজনুর ভাই মিলন খন্দকার একজন ব্যবসায়ী। রাজবাড়ী বাজারের হাজী সিরাজ খান টাওয়ারে আলিফ ইলেক্ট্রনিক্স এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টার নামে তার একটি দোকান রয়েছে। গত ৯ই জুন বেলা আড়াইটার দিকে মিলন খন্দকার গোদার বাজার যাওয়ার পথে লক্ষ্মীকোলের পোদ্দার পুকুরচালার রহিমের দোকানে পৌঁছালে আসামীরা পূর্ব বিরোধের জেরে তাকে আটক করে চাপাতি দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করাসহ তার কাছ থেকে নগদ ৮হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা খারাপ হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!