॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী ডিবি’র একটি দল গত ৯ই সেপ্টেম্বর বিকেলে শহরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৩৪লিটার বাংলা মদসহ বিক্রেতা অশোক রাউত (৪৮)কে গ্রেফতার করেছে। তার পিতার নাম মৃত কালীপদ রাউত।
রাজবাড়ী ডিবি ইন্সপেক্টর মোঃ ওবাইদুর রহমান জানান, গ্রেফতার অশোক রাউত পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় দুইটি মাদক মামলা রয়েছে। গোপন তথ্যে ভিত্তিতে গত শনিবার বিকেলে তার বসতঘরে তল্লাশী চালানো হয়। এসময় তার ঘর থেকে ৩৪লিটার বাংলা উদ্ধার করাসহ তাকে গ্রেফতার হয়।
এ বিষয়ে রাজবাড়ী থানায় তার বিরুদ্ধে আরো একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।