॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের সজ্জনকান্দা পাবলিক হেলথ মোড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে নগদ টাকাসহ ৫লক্ষ ২৭হাজার ১৩৭টাকার মালামাল চুরির ঘটনায় গত ১৯শে মে সুন্দরবন কুরিয়ার সার্ভিস রাজবাড়ী শাখার ম্যানেজার প্রবীর দাস(৩৫) বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছে।
গত ১৩ই মে দিবাগত রাত ২টা থেকে পরদিন সকাল ৯টার যেকোন সময় সজ্জনকান্দা পাবলিক হেলথ মোড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এ চুরির ঘটনা ঘটে।
মামলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস রাজবাড়ী কার্যালয়ের মালামাল লোড আনলোড হিসাব রক্ষক মাকসুদুল ইসলাম(৩৫), ডেলিভারীম্যান উদয় সাহা(৩০), ডেলিভারী ম্যান কাম নাইট গার্ড তুহিন সরদার(৪০), অফিসের কাজে ব্যবহৃত ঢাকা-মেট্রো-ট-১১-১২৪২ এর চালক বিল্লাল হোসেন ও হেলপার রনি (১৯)সহ অজ্ঞাত ২/৩জনকে আসামী করা হয়েছে। রাজবাড়ী থানার মামলা নং-২৮, ধারাঃ ৩৮১ পেনাল কোর্ড।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস রাজবাড়ী শাখার ম্যানেজার প্রবীর দাস জানান, গত ১৩ই মার্চ আমি ও অফিস ইনচার্জ ঢাকায় মিটিং করার জন্য যাই। মিটিং শেষ করে আমরা দু’জন ওই দিন দিবাগত রাত ২টার দিকে অফিসে আমার ব্যবহৃত মোটর সাইকেল নিতে এসে নাইট গার্ড তুহিনকে ডেকে তুলি। এরপর তুহিন অফিসের কেসি গেট খুলে আমার মোটর সাইকেলটি বের করে দেন। ওই সময় আমি অফিসের সামনে মালামাল বহনকৃত পরিবহনের গাড়ী দেখতে পেয়ে ড্রাইভার বিল্লাল ও হেলপার রনিকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তারা গাড়ীটি খারাপ বলে জানায়। এরপর আমরা দু’জন যে যার বাসায় চলে যাই। পরদিন সকালে অফিসের লোড আনলোড হিসাব রক্ষক মাকসুদুল ইসলাম মোবাইলে আমাকে জানান অফিসে চুরি হয়েছে। খবর পেয়ে আমি অফিসে এসে দেখি অনেক লোকজন সমাগত হয়েছে এবং মাকসুদুল ইসলাম অফিসের স্টাফদের নিয়ে মালামাল মেলাচ্ছে। এ সময় আমি তাকে জিজ্ঞাসা করলে মাকসুদুল আমাকে জানান ডিজিএম সাহেবের সাথে কথা হয়েছে সে কারণে তিনি মালামাল মিলিয়ে দেখছেন। এরপর আমি মোবাইলে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে থাকি। এ সময় মাকসুদুল ইসলামের কথামত ড্রাইভার বিল্লাল ও হেলপার রনি গাড়ী নিয়ে দ্রুত অফিসে থেকে চলে যায়। এ ঘটনার পর আমি অফিসের মালামাল মিলিয়ে দেখি ৪লক্ষ ৯০হাজার ৭৭২টাকা মূল্যে ১০টি ব্যাটারী, ৮হাজার টাকা মূল্যের ৮টি ট্রাকের পাতি, অফিসের ব্যবহৃত একটি মোবাইল, অফিসের ড্রয়ার থেকে নগদ ২৬হাজার টাকা নেই।
তিনি আরো জানান, উল্লেখিতরা অফিসের স্টাফ হয়েও এ চুরির ঘটনার সাথে তারা জড়িত। গত ১৪ই মে রাত ২টা থেকে সকাল ৯টার যে কোন সময়ে তারা এ চুরির ঘটনা ঘটায়।
রাজবাড়ী থানার এস.আই রাম প্রসাদ চক্রবর্তী মামলাটি তদন্ত করছেন। এ খবর লেখা পর্যন্ত মামলার কোন আসামী গ্রেফতার বা মালামাল উদ্ধার হয়নি।