॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা বিএনপির এক্ংাশের উদ্যোগে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ আয়োজিত মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। গতকাল ৫ই জানুয়ারী বেলা সাড়ে ১১টার দিকে শহরের রেলস্টেশন এলাকায় জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট এম.এ খালেকের চেম্বার ভবন থেকে মিছিলটি বের হয়ে রাস্তায় আসলেই তাতে বাধা দেয় পুলিশ।
পরে রাস্তার পাশেই অবস্থান নিয়ে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম.এ খালেক।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ হারুন, যুগ্ম-সম্পাদক এডভোকেট কে.এ বারী, গোলাম কাশেম, দপ্তর সম্পাদক খোন্দকার নুরুল নেওয়াজ, সদস্য রেজাউল করিম পিন্টু ও আব্দুর রব, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সহ-প্রচার সম্পাদক খায়রুল ইসলাম খায়রু, জেলা বাস্তহারা দলের সভাপতি মহব্বত হোসেন খোকন, জেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, ছাত্রনেতা নাজমুস সাকিব, রাসেলসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ই জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এ দিনকে গণতন্ত্র হত্যা দিবস দাবী করে কর্মসূচী পালন করে আসছে বিএনপি।