শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় ৪দিনের তৃতীয় কাব ক্যাম্পুরী সমাপ্ত

  • আপডেট সময় রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৪দিন ব্যাপী তৃতীয় পাংশা উপজেলা কাব ক্যাম্পুরী-২০১৬ গতকাল ২৪শে ডিসেম্বর সকালে সমাপ্ত হয়েছে।
পুরস্কার ও সনদপত্র বিতরণসহ সমাপনী অনুষ্ঠানের কর্মসূচী পালনের মধ্য দিয়ে ৪দিন ব্যাপী পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠের কাব স্কাউটদের মিলন মেলা ভেঙেছে।
জানাযায়, কাব স্কাউট কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ‘আমরা সবাই কাব হব, দেশ গড়ার শপথ নেব’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২১ ডিসেম্বর সকালে ৪দিন ব্যাপী তৃতীয় পাংশা উপজেলা কাব ক্যাম্পুরী-২০১৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোস্তফা মাহমুদ হেনা মুন্সি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পাংশা উপজেলা স্কাউটের সহ-সভাপতি ইমদাদুর রহমান তালুকদার এবং পাংশা উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সমাবেশ চিফ মোঃ বছির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
কাব ক্যাম্পুরীর আকর্ষনীয় মহাতাবু জলসা অনুষ্ঠিত হয় গত ২৩শে ডিসেম্বর রাতে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কাব স্কাউটসরা দলগতভাবে নৃত্য, নাটক ও সঙ্গীত পরিবেশন করে। কলিমহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র গোবিন্দ কুমারের সঙ্গীতের তালে তালে নৃত্য পরিবেশনা ছিল খুবই আকর্ষনীয়।
মহাতাবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ, বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সমাবেশ চীফ মোঃ বছির উদ্দিন এবং পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাংশা উপজেলা স্কাউটসের কমিশনার কে.এম নজীবউল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা স্কাউটসের সহকারী কমিশনার শচীনন্দন দাস, পাংশা উপজেলা স্কাউটসের সম্পাদক শামসুল আলম, পাংশা উপজেলা কাব লিডার মোকছেদ আলী, সহকারী কমিশনার কার্তিক চন্দ্র সরকার, মোঃ ওমর আলী, পাংশা উপজেলা স্কাউটসের যুগ্ম-সম্পাদক মুহম্মদ জাকির হোসেন, মোঃ গিয়াস উদ্দিন, ফিরোজ আহম্মেদ, শরিফুল হুদা সাগর, জহুরুল হক, এবিএম মামুনুর রশিদ, অগ্রদূত চক্রবর্তীসহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ পাংশা উপজেলা স্কাউটসের নেতৃবৃন্দ ও কাব ক্যাম্পুরী পরিচালনা কমিটির শিক্ষক নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!