॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ৯ই আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সাতৈর বাজারের মেসার্স মায়ের দোয়া ফার্মেসীতে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার তোফাজ্জেল হোসেন (৪৯)কে আটক করে।
পরে তাকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ মল্লিকের নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় তাকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডিত তোফাজ্জেল হোসেন সাতৈর গ্রামের জয়নুদ্দিন মাতুব্বরের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, এসএসসি পাশ তোফাজ্জেল হোসেনের কোন ধরনের ডাক্তারী পেশার সনদ না থাকলেও সে বিভিন্ন জটিল ও গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসা করে আসছিল। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তার নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।