রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী বারের সাবেক সভাপতি আঃ মান্নানের মৃত্যু বার্ষিকী আজ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিনিয়র এডঃ আব্দুল মান্নানের প্রথম মৃত্যু বার্ষিকী আজ বৃহস্পতিবার।
এ উপলক্ষে আজ ১৪ই ডিসেম্বর মরহুমের নিজ বাড়ী রাজবাড়ী শহরের ২নং বেড়াডাঙ্গায় ও গ্রামের বাড়ী মতিয়াগাছিসহ ২৩টি স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। স্থান গুলো ঃ ঢাকার ফরাশগঞ্জ বিবিকা রওজা, রাজশাহীর হযরত শাহ মখদুম(রাঃ) এর মাজার মসজিদ, রাজশাহী হযরত তুরকান শাহ্(রাঃ) এর মাজার মসজিদ, চট্রগ্রাম বোগদাদী খানকা শরীফ, ফরিদপুর গেরদা জামে মসজিদ, রাজবাড়ী খানকা শরীফ (বড় মসজিদ), দাদশী মাজার শরীফ, আলাদীপুর জামাই পাগলের মাজার শরীফ, সিংগা বেলতলা মাজার শরীফ, সিংগা স্কুল মাজার শরীফ, কোমরপাড়া মাজার শরীফ, রাজবাড়ী কোর্ট জামে মসজিদ, দৌলতদিয়া খানকা শরীফ মসজিদ, পিয়ার আলী মোড় ৯ই শরীফের মাহফিল ঘর, বরাট মাহফিল ঘর, ধুনচি খানকা মসজিদ, মতিয়াগাছি মসজিদ ও ইমাম বাড়া, ১নং বেড়াডাঙ্গা জামে মসজিদ, রহিমুন্নেছা জামে মসিজদ, ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদ ও বিনোদপুর সরকারী শিশু সদন।
প্রয়াত এডঃ আব্দুল মান্নানের ছোট ভাই সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল জানান, তার ভাই এডঃ আব্দুল মান্নানের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২৩টি স্থানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ঢাকার ফরাশগঞ্জ বিবিকা রওজায় বাদ আছর ও অন্যান্য স্থানে একযোগে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!