॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। নিজেদের জানমাল রক্ষার জন্য গ্রামবাসী পালাক্রমে রাত জেগে পাহারা দেওয়ার পরও চুরি-ডাকাতির হাত থেকে রক্ষা পাচ্ছে না।
খানখানাপুর রেলগেট এলাকায় রাত ৪টা পর্যন্ত গ্রামবাসী পাহারা শেষে বাড়ী ফেরে। গতকাল শুক্রবার ভোর রাতে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ২শত গজ অদূরে শাহীন স্টোরে দুর্ধর্ষ ডাকাতরা হামলা চালায়।
শাহীন মোল্লা জানান, চোর ডাকাতের ভয়ে নিজের দোকান ঘরেই ঘুমিয়ে থাকি। রাত সাড়ে ৪টার দিকে ১০/১২জন ডাকাত তার দোকানের তালা ভেঙ্গে সাটার খুলে ভিতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় দোকানের তালা ভাঙ্গার শব্দে ঘুম ভেঙ্গে গেলে তার ডাক চিৎকারে পার্শ্ববর্তী আব্দুল জেগে উঠলে ডাকাতরা মহাসড়ক দিয়ে পালিয়ে যায়।
রাজবাড়ী থানার ওসি মোঃ আবুল বাসার মিয়া জানান, বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।