॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী ডিবি’র অভিযানে গত ২৯শে জুন রাত ৯টায় পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজার সংলগ্ন খেয়াঘাট ব্রীজের উপর থেকে ১টি ওয়ান শুটারগান ও ২টি কার্তুজসহ গ্রেফতারকৃত সন্ত্রাসী তোফাজ্জেল হোসেন ওরফে তোফা (৩৬)কে গতকাল ৩০শে জুন আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে পাংশা উপজেলার বিলচত্রা গ্রামের ওসমান গনির ছেলে।
জানাগেছে, সহযোগীদের নিয়ে বাগদুলী খেয়াঘাট ব্রীজের উপর অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ কামাল হোসেন ভুঁইয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তোফাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করে কোমনে গোঁজা অবস্থায় ১টি কার্তুজ লোড করা ওয়ান শুটারগান এবং পরিহিত প্যান্টের পকেট থেকে আরেকটি কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় অভিযানে অংশ নেয়া ডিবির পরিদর্শক জিয়ারুল ইসলাম বাদী হয়ে তোফার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় তাকে অস্ত্রধারী সন্ত্রাসী এবং অস্ত্রের মুখে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজী করার অভিযোগ করা হয়েছে।
এছাড়াও তার বিরুদ্ধে পাংশা মডেল থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজী, চুরিসহ বিভিন্ন অভিযোগে আরো ৪টি মামলা রয়েছে।