শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় মরহুম গওহার উদ্দনি মন্ডল স্মৃতি ব্যাডমন্টিন র্টুনামন্টে উপলক্ষে শোভাযাত্রা

  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭

॥মোক্তার হোসনে॥ রাজবাড়ী জলোর পাংশা উপজলো আওয়ামী লীগরে প্রতষ্ঠিাকালীন সভাপতি বশিষ্টি শক্ষিানুরাগী ও সমাজসবেী মরহুম গওহার উদ্দনি মন্ডল স্মরণে পাংশা পৌরসভা মাঠে আয়োজতি ব্যাডমন্টিন র্টুনামন্টেরে উদ্বোধন উপলক্ষ্যে গতকাল শুক্রবার বকিলেে পাংশা শহরে শোভাযাত্রা বরে করা হয়। পাংশা পৌরসভা প্রাঙ্গন থকেে বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রা বরে হয়ে শহররে প্রধান প্রধান সড়ক প্রদক্ষণি কর।ে
শোভাযাত্রা শষেে পাংশা পৌরসভা চত্বরে সমাবশেে পাংশা পৌরসভার ময়ের ও মরহুম গওহার উদ্দনি মন্ডল স্মৃতি ব্যাডমন্টিন র্টুনামন্টে কমটিরি আহবায়ক আব্দুল আল মাসুদ বশ্বিাস বলনে, মাদক প্রতরিোধে সামাজকি আন্দোলনরে অংশ হসিবেে যুবসমাজকে ক্রীড়ামুখী করার উদ্যোগ নওেয়া হয়ছে।ে এরআগে পৌরসভা মাঠে সলেমি স্মৃতি ব্যাডমন্টিন র্টুনামন্টেরে আয়োজন করা হয়। পাংশা সরকারী কলজে মাঠে মরহুম আবুল মাহমুদ স্মৃতি ক্রকিটে র্টুনামন্টে চলছে এবং মরহুম গওহার উদ্দনি মন্ডল স্মৃতি ব্যাডমন্টিন র্টুনামন্টেরে আয়োজন করা হয়ছে।ে
এ সময় মরহুম আবুল মাহমুদ স্মৃতি ক্রকিটে র্টুণামন্টে কমটিরি সদস্য সচবি পাংশা উপজলো যুবলীগরে সাবকে সাধারণ সম্পাদক বশিষ্টি ব্যবসায়ী দীপক কুন্ডু, পাংশা উপজলো ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মজিানুর রহমান মরিজু, পৌরসভার কাউন্সলির গোবন্দি কুন্ডু ও লাভলু বশ্বিাস, বশিষ্টি ব্যবসায়ী মোঃ নজিাম উদ্দনি, আরফি খান ও রপিন খন্দকার প্রমুখ উপস্থতি ছলিনে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!