॥কবির হোসেন॥ রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামে রাশিদা খাতুন(১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে দেওয়ার চেষ্টা পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ আবুল বাশার মিয়া জানান, গত ৮ই জানুয়ারী দুপুরে বিলনয়াবাদ গ্রামের ইশারত শেখের মেয়ে রাশিদা খাতুনকে বিয়ের জন্য দেখতে আসে গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর মৃধাডাঙ্গা গ্রামের কোবাদ মন্ডলের ছেলে জুলহাস মন্ডল(২৫)। এ সময় উভয় পক্ষের পছন্দ হলে তাৎক্ষনিকভাবে বিয়ের উদ্যোগ নেওয়া হয়।
গোপন সুত্রে খবর পেয়ে বেলা সাড়ে ৩টার দিকে সদর সদর থানার এস.আই নুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সেখানে গেলে বর জুলহাস মন্ডল পালিয়ে যায়। সেখান থেকে তার পিতা কোবাদ মন্ডলসহ কনে রাশিদা খাতুন ও তার পিতা ইশারত শেখকে থানায় নিয়ে আসা হয়। থানায় আনার পর তারা বাল্য বিয়ে না দেওয়ার অঙ্গীকার করে লিখিত মুচলেকা দিলে তাদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়