॥মাতৃকন্ঠ ডেস্ক॥ আগামীকাল ৭ জানুয়ারী স্প্যানিশ ফুটবল লীগে গ্রানাডার বিপক্ষে লা-লীগায় প্রায় এক মাস পর নিজেদের ১৬তম ম্যাচ খেলতে নামবে খেলতে নামছে রিয়াল মাদ্রিদ।দিনের অন্যান্য ম্যাচে আরও মুখোমুখি হবে এইবার-অ্যাথলেটিকো মাদ্রিদ, লাস পালমাস-স্পোটিং গিজন ও রিয়াল সোসিয়াদাদ-সেভিয়া। লা-লীগায় সব©শেষ ১১ ডিসেম্বর খেলেছিলো রিয়াল মাদ্রিদ। এরপর ১৫ ও ১৮ ডিসেম্বর ক্লাব বিশ্বকাপের দু’টি ম্যাচ খেলে তারা। মাঝে বড়দিনের উৎসবের জন্য বিরতি শেষে ৫ জানুয়ারি কোপা ডেল’রে ম্যাচ খেলে রিয়াল। তাই দীর্ঘদিন পর লা-লীগায় ফুটবল লড়াইয়ে নামছে জিদানের শিষ্যরা। আগের ১৫ ম্যাচ থেকে ১১ জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। এক ম্যাচ বেশি খেলে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রিয়ালের চিরপ্রতিন্দ্বন্দি বার্সেলোনা। আগামীকালের জয়ের ধারা ও পয়েন্ট টেবিলের নিজেদের ভালো অবস্থাটা ধরে রাখাই প্রধান লক্ষ্য রিয়াল কোচ জিদানের। এমনটাই জানালেন তিনি, ‘সব©শেষ ম্যাচেও আমরা জয় পেয়েছি। আরএই মুহূর্তে টেবিলে আমরা বেশ শক্ত অবস্থানে আছি। এই অবস্থাটা ধরে রাখতে হবে। প্রতিপক্ষ হিসেবে গ্রানাডা কম শক্তির দল। তারপরও আমরা সেরা দল নিয়ে সবে©াচ্চ ভালো ফুটবলটাই খেলবো।’সেরা দল নিয়ে নামার ইঙ্গিত দিয়েছেন জিদান। তাই এ ম্যাচ দিয়ে আবারো মাঠে দেখা যাবে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। তা নিশ্চিতও করেছেন জিদান, ‘বিশ্রাম দিতেই সেভিয়ার বিপক্ষে রোনাল্ডোকে খেলানো হয়নি। তবে শনিবারের ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হবে না। সে গ্রানাডার বিপক্ষে খেলবে, এমনকি এই মৌসুমে আরও অনেক ম্যাচই খেলতে হবে তাকে। দলের জয়ে তার ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ। একাদশে রোনাল্ডোর থাকাটা অনেক এগিয়ে রাখে আমাদের।’ ১৬ খেলায় ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯তম দল গ্রানাডা। তাই রিয়ালের বিপক্ষে গ্রানাডার অঘটনের সম্ভাবনা নেই বললেই চলে। তার উপর সফরকারী হিসেবে রিয়ালের মাটিতে খেলতে হবে তাদের।