সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

প্রথমবারের মতো অল-ইন-ওয়ান পিসি আনছে টেক জায়ান্ট মাইক্রোসফট

  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭

॥মাতৃকন্ঠ ডেস্ক॥‘মাইক্রোসফট সারফেস স্টুডিও’ নামে এই পিসিকে একই সঙ্গে নানন্দিক এবং শক্তিশালী করে নির্মাণ করেছে মাইক্রোসফট।প্রথমবারের মতো অল-ইন-ওয়ান পিসি আনছে টেক জায়ান্ট মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে এ তথ্য। অ্যালুমিনিয়াম ধাতুতে গড়া হয়েছে সারফেস স্টুডিওকে। সারফেস স্টুডিওর ২৮ ইঞ্চি পিক্সেলডেন্স টাচস্ক্রিন মনিটরের পুরুত্ব মাত্র ১২ দশমিক ৫ মিলিমিটার। নির্মাতা প্রতিষ্ঠান থেকে দাবি করা হয়েছে, এখন পর্যন্ত নির্মিত সব অল-ইন-ওয়ান এলসিডি মনিটরের মধ্যে সারফেস স্টুডিওরটি সবচেয়ে পাতলা। অন্যদিকে, মনিটরে ব্যবহৃত হয়েছে গরিলা গ্লাস এবং ৩ : ২ অ্যাসপেক্ট রেশিওর মনিটরে থাকছে এক কোটি ৩৫ লাখ পিক্সেল। পিক্সেলের হিসাবে ফোরকে টিভির চেয়েও ৬৩ শতাংশ বেশি পিক্সেল অন্তর্ভুক্ত থাকবে স্টুডিওর মনিটরে! শুধু ডিজাইনের দিকেই মনোযোগ দেয়নি মাইক্রোসফট, স্পেসিফিকেশনের দিকেও বেশ খেয়াল রেখেছে তারা। ইন্টেলের সর্বশেষ কোয়াডকোর আই৭ প্রসেসরের সঙ্গে থাকছে ৩২ গিগাবাইট র্যাম ও ২ টেরাবাইট হাইব্রিড ড্রাইভ। গ্রাফিকস কার্ড হিসেবে থাকছে এনভিডিয়ার জিফোর্স ৯৮০এম। ২ দশমিক ১ স্টেরিও ডলবি অডিও স্পিকার থাকছে এখানে। অন্যদিকে, একটি মাইক্রোফোনও যুক্ত আছে স্টুডিওতে কর্টানা ব্যবহারে সুবিধার জন্য। তা ছাড়া রয়েছে এইচডি ওয়েবক্যাম। অন্যান্য যন্ত্রাংশ হিসেবে থাকছে কিবোর্ড ও মাউস। একই সঙ্গে ডিজিটাল আর্ট ও ডিজাইনের ক্ষেত্রে আরো বেশি স্বাচ্ছন্দ্যের জন্য থাকছে মাইক্রোসফট ডায়াল। তা ছাড়া অন্যান্য টাচস্ক্রিনের মতো এখানেও ব্যবহার করা যাবে স্টাইলাস পেন। মাইক্রোসফট বর্তমানে অনলাইনে সারফেস স্টুডিওর আগাম অর্ডার নিচ্ছে। খুব দ্রুতই বাজারে আসবে এই অল-ইন-পিসি। প্রাথমিক পর্যায়ে এই সারফেস স্টুডিওর দাম রাখা হয়েছে দুই হাজার ৯৯৯ মার্কিন ডলার।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!